প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বৈদেশিক রেমিট্যান্সের উপর থেকে সন্মানীত রেমিট্যান্স গ্রাহককে সহায়তার নগদ টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় অনুষ্ঠানিক ভাবে এই নগদ অর্থ প্রদান করা হয়।
আমেরিকা প্রবাসী, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্ঠা, কুশুলিয়া ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু'র হাতে নগদ টাকা তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক ও আঞ্চলিক নিরীক্ষক কর্মকর্তা আবুল ফজর।
এসময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, আঞ্চলিক নিরীক্ষা কার্যলয়ের মুখ্য কর্মকর্তা আব্দুস সবুর, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওলান আব্দুল মোমেন প্রমুখ।