ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে পু‌লিশ প‌রিচ‌য়ে ছিনতাই কালে আটক ৫


প্রকাশ: ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে পু‌লিশ প‌রিচ‌য়ে ছিনতাই কালে আটক ৫

য‌শোর : যশোরে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ওয়াকিটকি।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে  কোতয়ালী থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান শহরের মুজিব সড়কে জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন - যশোরের চৌগাছা উপজেলার মাশিলা গ্রামের হানিফের মেয়ে লিপি (২৫), যশোর শহরের রায়পাড়ার বাবুলের মেয়ে প্রিয়া, শংকরপুর এলাকার লিটনের ছেলে সোহেল (১৯), টুকুর ছেলে বাবু এবং রামকৃষ্ণ আশ্রম রোডের সুরুজের ছেলে অহেদুল।

এসআই আমিরুজ্জামান বলেন, তাদের কাছে গোপন খবর ছিল একটি চক্র পুলিশ পরিচয় দিয়ে শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় ছিনতাই ও চাঁদাবাজি করছে। 

আজ বিকেলে চক্রটির সদস্যদের জিলা স্কুলের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

আটক লিপিকে মাদকসেবী ও বিক্রেতা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে চৌগাছা এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা বহন করে শহরের বিভিন্ন লোকের কাছে সাপ্লাই দেয়। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।


   আরও সংবাদ