ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার


প্রকাশ: ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগ এলাকা থেকে বিদেশী পিস্তলসহ ১৫ মামলার আসামি আল আমিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০এর এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাঊন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে ডিএমপির চকবাজার ও রমনা থানায় হত্যা, অস্ত্র আইনে, বিস্ফোরক আইনে, আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে ও মাদকের ১৫ টি মামলা রয়েছে বলে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, গ্রাফতারকৃত  আসামি একজন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে তার সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে লালবাগ থানায় একটি অস্ত্র এবং মাদক মামলা করা হয়েছে।


   আরও সংবাদ