ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে বিদ্যুৎস্পৃ‌ষ্টে ই‌জিবাইক চাল‌কের মৃত্যু


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে বিদ্যুৎস্পৃ‌ষ্টে ই‌জিবাইক চাল‌কের মৃত্যু

য‌শোর থেকে খান সাহেব : য‌শো‌রের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে আতিয়ার রহমান (৪০) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। 

তিনি উপজেলার শ্যামকুড় গ্রামের আদিল মোড় নামক এলাকার রহমতুল্লাহ সরদারের পুত্র। 

ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান,  শনিবার সকালে বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হলে তার কিছু সময়ের মধ্যে মৃত্যু হয়।


   আরও সংবাদ