ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

যুব সমাজকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করতে সামাজিক অপরাধ কমবে : আইনমন্ত্রী


প্রকাশ: ৮ মে, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


যুব সমাজকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করতে সামাজিক অপরাধ কমবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: আর্ত মানবতার সেবায় নিয়োজিত হতে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ৮ মে বুধবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ মিলনায়তনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আর্ত মানবতার সেবায় নিয়োজিত হতে যুবসমাজকে উদ্বুদ্ধ করলে সামাজিক অপরাধ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয়, বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা।’

আনিসুল হক বলেন, ‘রেড ক্রস ও রেড ক্রিসেন্ট-এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সেইসব শ্রেষ্ঠ মানুষের একজন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে এখন বিশ্বের কোটি কোটি মানুষ অসহায় ও বিপন্ন মানবতার সেবায় নিয়োজিত। তিনি জাতি-ধর্ম-নির্বিশেষে পৃথিবীর সব মানুষকে এক পতাকাতলে একই কর্মসূচিতে সামিল করেছিলেন।’

আইনমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিকভাবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলায় বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। সরকারের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।


   আরও সংবাদ