ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

নির্বাচনকে সামনকে রেখে আনসারে ২১২৫ নতুন পদ


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫ ০৯:৫৭ পূর্বাহ্ন


নির্বাচনকে সামনকে রেখে আনসারে ২১২৫ নতুন পদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে আনসারের পাঁচটি ব্যাটালিয়ন অনুমোদন দিয়েছে সরকার। এ উদ্যোগে একদিকে নির্বাচনের নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে বাহিনীতে ২১২৫ টি পদ ও ২৫টি যানবাহন যুক্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। এ অবস্থায় নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব গত২৮ জুলাই মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা যায় অর্থ মন্ত্রণালয়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন স্বাক্ষিরত এক প্রজ্ঞাপনে অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে নতুন পাঁচটি আনসার ব্যাটালিয়ন যথাক্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজারের উখিয়া এবং বরিশাল বিভাগে আনসার ব্যাটালিয়ন অন্তর্ভুক্তকরণের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

সরকার নতুন ব্যাটালিয়নগুলো গঠন করতে চায় দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি অঞ্চলে—ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা এবং কক্সবাজারের উখিয়ায়। পাঁচজন পরিচালক, পাঁচজন উপপরিচালক, ১০জন সহকারী পরিচালক, ২০জন সার্কেল অ্যাডজুট্যান্ট, ৯০জন সুবেদার, ১০০জন নায়েব সুবেদার, ১২০জন হাবিলদার, ২০০জন নায়েক, ৩৯০জন ল্যান্স নায়েক, ১১৮০জন সিপাহী ও পাঁচজন নার্সিং সহকারী। প্রতিটি ব্যাটালিয়নে থাকবেন ৪২৫ জন কর্মকর্তা ও সিপাহী। ২ হাজার ১২৫টি স্থায়ী পদ সৃজন করা হয়েছে। এছাড়া গাড়ির মধ্যে রয়েছে– পাঁচটি জিপ, পাঁচটি পিকআপ, পাঁচটি ট্রাক ও ১০টি মোটরসাইকেল।

সদরদপ্তর সূত্রে জানা যায়, নতুন ব্যাটালিয়নের সদস্যদের আধুনিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বর্তমানে আনসার সদস্যরা এলএমজি ও অ্যাসল্ট রাইফেলসহ পুরোনো মডেলের অস্ত্র ব্যবহার করেন। বর্তমানে আনসার বাহিনীতে ৪২টি ব্যাটালিয়ন রয়েছে। এরমধ্যে ৩৯টি পুরুষ, দুটি নারী ও একটি গার্ড ব্যাটালিয়ন। এবার একসঙ্গে নতুন পাঁচটি ব্যাটালিয়ন গঠিত হয়েছে।

আনসারের কর্মকর্তারা বলছেন, রূপপুর ও রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং কক্সবাজারের উখিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রচুর সদস্য মোতায়েন থাকায় নির্বাচনের সময় সৈনিক সংকট দেখা দেয়। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে হয়, ফলে নতুন ব্যাটালিয়ন গঠনের গুরুত্ব ছিল।

প্রতিটি জাতীয় নির্বাচনের সময় পুলিশ, র্যা ব, বিজিবির পাশাপাশি আনসার সদস্যরাও মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষা ও সহিংসতা ঠেকাতে এবার তাদের সক্ষমতা আরও বাড়াতে চায় সরকার।


   আরও সংবাদ