ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় কেন্দ্রীয় কৃষকদলের নেতার ছেলে গ্রেফতার


প্রকাশ: ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় কেন্দ্রীয় কৃষকদলের নেতার ছেলে গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শারিরিক লাঞ্চনার অভিযোগে শাওন নামে দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। 

কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি শিফকুল ইসলাম ওরফে ভিপি শফিকের ছেলে এবং চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যলয়ের দশম শ্রেণির ছাত্র।

থানা সূত্রে জানা যায়, শাওন প্রায়ই একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ওই মেয়েটিকে উত্যক্ত করত। মঙ্গলবারও মেয়েটিকে উত্যক্তের একপর্যায়ে তাকে চড়-তাপ্পড় মারে। পরে বাড়ি ফিরে মেয়েটি এ বিষয়ে তার বাবাকে অবহিত করলে তিনি মঙ্গলবার রাতেই চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় শাওনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ রাতেই তাকে আটক করে। 

বুধবার (২ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ