ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় পাঁচ পরোয়ানা ভুক্ত আসামি আটক


প্রকাশ: ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় পাঁচ পরোয়ানা ভুক্ত আসামি আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় প্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে আটক করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- উপজেলার চানপুর গ্রামের নুর বকস বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম, মকন্দপুর গ্রামের আজির মন্ডলের ছেলে লুৎফর রহমান, কিসমত খানপুর গ্রামের জনাব আলীর ছেলে আমিনুর রহমান, শহরের কংশারীপুর এলাকার হাজু দাসের ছেলে বিজয় দাস, পাঁচনামনা গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে বাবু হোসেন। একই গ্রামের নারী নিযাতন মামলার আসামী শফিকুল ইসলামের ছেলে শাওন হোসেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার আটক কৃতদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 


   আরও সংবাদ