ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

আনন্দময় শিক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: শিক্ষামন্ত্রী


প্রকাশ: ৮ মে, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


আনন্দময় শিক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলা হবে। এ জন্য পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন,  প্রাচ্য ও পাশ্চাত্যের যা কিছু ভাল এ দুইয়ের সম্মিলনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হবে। যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থ ভূমিকা  রাখে সে রকম পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিবে শিক্ষা মন্ত্রণালয়।  

তিনি আরও বলেন, একটি মানবিক সমাজ গড়ার জন্য রবীন্দ্রনাথ ছিলেন সর্বপ্রকার সাম্প্রদায়িকতা,  সংকীর্নতা ও উগ্রজাতীয়তাবাদের বিপক্ষে। তিনি স্বপ্ন দেখেছেন মিলিত বাঙ্গালীর। তাই হিন্দু মুসলমানের মিলনে তিনি ছিলেন পরম আশাবাদ।   

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  কেএম খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড.মোঃ আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান   ও  অধ্যাপক সানজিদা খাতুন। 


   আরও সংবাদ