ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

শ্রমিকদের বকেয়া পাওনা চুক্তি অনুযায়ী পরিশোধ করবে নাসা গ্রুপ


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন


শ্রমিকদের বকেয়া পাওনা চুক্তি অনুযায়ী পরিশোধ করবে নাসা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকদের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী নাসা গ্রুপ পরিশোধ করবে।

আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নাসা গ্রুপের অসন্তোষ নিরসনের লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক, বিভিন্ন ব্যাংক ও নাসা গ্রুপের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী নাসা গ্রুপ কর্তৃপক্ষ তাদের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য ফান্ড সংগ্রহ করে অতি দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে। সকল শ্রমিকের পাওনাদি অনলাইনের (বিকাশ, নগদ, রকেট ও ডাচ-বাংলা ব্যাংকিং ইত্যাদি) মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে। যে সকল শ্রমিকের উল্লিখিত অ্যাকাউন্ট নেই, তাদের নামের বিস্তারিত তালিকা করে আগামী ১০ অক্টোবর মধ্যে তাদের নামে  অ্যাকাউন্ট করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক্সিম ব্যাংকে নাসা গ্রুপের জমাকৃত প্রায় ২৪ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে আলোচনা করে টাকা ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, লোকাল অফিস শাখায় নাসা গ্রুপের ক্যাশ ইনসেনটিভ বাবদ ২ কোটি ১৮ লাখ ৪১ হাজার ৮৪০ টাকা বাংলাদেশ ব্যাংক হতে ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি নাসা গ্রুপের এক্সপোর্ট হতে প্রাপ্ত ৪ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫০৭ টাকা হতে এক শতাংশ ডাউন পেমেন্ট কর্তনপূর্বক অবশিষ্ট সমুদয় টাকা ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ শ্রমিকের পাওনা পরিশোধ করবে।

এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী নাসা গ্রুপ কর্তৃপক্ষকে নাসা গ্রুপের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার (কারান্তরীণ)-এর নিকট হতে পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর উপস্থিতি নিশ্চিত করতে হবে। নাসা গ্রুপ শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সমঝোতা চুক্তি অঙ্গীকার মোতাবেক শ্রমিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রচার করবে।

উল্লেখ্য, শ্রমিক, মালিক ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গত ২৩ সেপ্টেম্বর নাসা গ্রুপের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এ ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, দুদক, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক ও নাসা গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ