ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া রাব্বি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন


হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া রাব্বি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

গতকাল রোববার রাতে বছিলা হাউজিং সিটি থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে।

গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান ফরহাদ, আবদুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মো. শাহিন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত মে মাসে ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টি করে চাঁদাবাজি করার অভিযোগে ‎রাব্বিহ তিনজনকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। তখন থানায় গিয়ে মুচলেকা দিয়ে নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় সেফ হাসপাতালে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ‘সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন উত্তেজনা তৈরি করে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। পরে হাসপাতালের মালিকের ফোন ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম রাব্বি নামে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তিনি (রাব্বি) মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন। এরপর তাকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বহিষ্কার করা হয়।

‎এ বিষয়ে আজ সোমবার মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। স্থানীয় একটি হাসপাতালের মালিক তাদের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারদের মধ্যে রাব্বি নামে একজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আগও চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের অধিকাত্ত্বর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত আজ মঙ্গলবার রিমান্ড শুনানির আদেশ দিয়েছে।


   আরও সংবাদ