প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শ্যামপুরের জুরাইন এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কামরাঙ্গীচর থানা পুলিশ। পরে এসব অস্ত্র শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীচর থানা পুলিশ জানতে পারে জুরাইনের তুলা বাগিচায় একটি বাসায় সাজা পরোয়ানাভুক্ত এক আসামি অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি পায়নি। পরে ওই ভবনের ছাদ ওপর কবুতরের খাবার রাখার ড্রামের ভেতর থেকে দুটি অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও রহস্য উন্মোচনে শ্যামপুর থানায় হস্তান্তর করেছে।