প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধি : আর মাত্র ১৩ দিন বাকি ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী মাঠ বেশ জমে উঠেছে।
প্রার্থীরা তাদের প্রতীক সম্বলিত পোস্টার হাতে নিয়ে সকাল থেকে গভীররাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করেছেন।
তবে এলাকায় আলোচিত হচ্ছেন ভাইস চেয়ারম্যান (মহিলা) পদ প্রার্থীরা। এ পদে লড়ছেন পাঁচ জন। তারা সাবাই আওয়ামী লীগ সমর্থক।
এদের মধ্যে দুইজনের নাম হাসিনা ও রেহানা। প্রধানমন্ত্রী ও তার বোনের নামের সাথে মিল থাকায় বিষয়টি বেশ আলোচিত হচ্ছে এলাকায়।
এরমধ্যে হাসিনা খাতুন হেনা (হাঁস) সাবেক ইউপি সদস্য, রেহেনা খাতুন (পদ্মফুল) সাবেক পৌর কাউন্সিলর। অপর তিনজন প্রার্থী হচ্ছেন নাছিমা খাতুন (কলস), শামীমা সুলতানা শিউলী (ফুটবল) ও ইসরাত জাহান মিনি (সেলাইমেশিন)।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচজন প্রার্থীর মধ্যে রেহেনা ও হাসিনার পক্ষে জনসমর্থন বেশি। দুজনই পূর্বে জনপ্রতিনিধি ছিলেন বিধায় ভোটাররা তাদের কাজের মূল্যয়ণ সহজেই করতে পারছেন। শেষ পর্যন্ত এ দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটা জানিয়েছেন ভোটাররা।