প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে এবং অন্যদিকে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, এক এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে।
আজ সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
অভিযোগ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে অথবা তার আগে মেধায় চাকুরী পাওয়া ছেলেরা, হয়তো ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছে অথবা বাবা, চাচা, মামা কেউ বিএনপির স্থানীয় কোনো নেতা হয়েছেন। এরকম থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউএনও, ম্যাজিস্ট্রেট হয়েছেন, পদোন্নতি পেয়ে ডিসি-এসপি হয়েছেন, শেখ হাসিনার ১৫/১৬ বছরে যাদের প্রমোশন হয়নি তাদের অনেকের এখনো হয়নি, আবার অনেকের প্রমোশন হলেও এক বছরে তাদের গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সদ্য বদলি হওয়া সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সমালোচনা করেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার করা হচ্ছে। যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেসময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।
এসময় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দূর্নীতি নিয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচির আব্দুস সালাম আজাদসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।