প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে সিনথিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে মৃতের স্বামী ইব্রাহিম চৌধুরী পলাতক বলে জানা গেছে। সিনথিয়ার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার শিবির গ্রামের নজরুল ইসলামের মেয়ে। হাজারীবাগের ঝাউচর বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
গতকাল সোমবার সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত নারীর ভাই মো. রুবেল জানান, সকালে তারা খবর পান সিনথিয়া খুব অসুস্থ। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তারা ঢামেক এসে সিনথিয়াকে মৃত অবস্থায় পায়।
তিনি জানান, এক ভচর আগে ইব্রাহিমের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিনথিয়াকে নির্যাতন করে আসছিলেন তার স্বামী। গতকাল তার বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বলে ইব্রাহিম। আত্মহত্যা না করলে সিনথিয়ার মা-বাবাকে হত্যা করার হুমকি দেন তিনি।
ঢাকা হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঝাউচর বাজার এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত চলছে। এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ওই নারীর স্বামী পলাতক রয়েছে।