প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দলীয় কর্মসূচির কারণে আজ বিকাল তিনটায় বৈঠকে অংশ নিচ্ছে না বিএনপি। দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে পূর্ব নির্ধারিত আলোচনা সভা রয়েছে।
সূত্র জানায়, বিকাল তিনটার পরিবর্তে সন্ধ্যার পর বৈঠকে অংশ নেবেন দলের প্রতিনিধিরা।
দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলমান মতবিরোধের প্রেক্ষাপটে। এমন পরিস্থিতিতে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করবেন।
সুত্র জানায়, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে।