ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ মাঘ ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন


আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরির্দশ (আইজিপি) ময়নুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তরে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল আসেন। এ সময় বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আইজিপি। প্রতিনিধিদল পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচের রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচের মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসএর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানের সঙ্গে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।


   আরও সংবাদ