প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মসিউর রহমান ল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যশোর জেলা শাখা ও শহীদ মশিয়ূর রহমান কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদব অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মশিয়ার রহমান শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কবির হোসেন জনি, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন পলাশ।
কলেজ শাখার সাধারণ সম্পাদক কোরবান আলীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল বিশ্বাস, কলেজ শাখার সভাপতি মীর ফিরোজ প্রমুখ।