প্রকাশ: ২৫ জুন, ২০২২ ০২:২০ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার ইন কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সভাপতি আহসান হাবিবের ওপর হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। এতে আহসান হাবিব গুরুতর আহত হলে তাকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার (২৪ জুন) বিকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রোভার ইন কাউন্সিলের নির্বাচন শেষে ডেন থেকে বের হন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিব। ডেন থেকে বের হয়ে ক্যাম্পাসের মূল ফটকে আসলে ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান মুন্নার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা করে। এসময় ছাত্রলীগ কর্মীরা আহসান হাবিবের মানিব্যাগ নিয়ে যায়। আহসান হাবিবকে গুরুতর আহত হলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হামলায় জড়িতরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার একটু আগে আহসান হাবিব বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আসলে ছাত্রলীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা করে। হামলার সময় একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মুন্না, ঈসাসহ ৮-১০ জন অংশ নেয়। এসময় তারা লোহার হাতল দিয়ে আহসান হাবিবকে আঘাত করে। ঘটনার সময় রোভার স্কাউটের সদস্যরা ঠেকাতে আসলে তাদেরকে বাঁধা দেয়া হয়।
এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, 'আমি এ ব্যাপারে কিছু জানিনা। কাকে মারছে, কারা মারছে। একটু আগেও প্রক্টরের সাথে কথা বলছি, উনিও কিছু বলে নাই। আমি খোঁজ নিচ্ছি।'
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, 'আমি বিষয়টা সম্পর্কে অবগত হয়েছি এবং যথাযথ কতৃপক্ষকে বিষয়টা ইতোমধ্যে জানিয়েছি। এধরণের ঘটনার জন্য আমরা কখনও প্রস্তুত থাকিনা এবং প্রস্তুত থাকার প্রয়োজনও বোধ করি না। এমন ঘটনা খুবই দুঃখজনক।'
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, 'রোভার স্কাউটের যিনি সম্পাদক তিনি লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন। স্যারের সাথে একাধিকবার কথা হয়েছে। আগামীকাল ওনারা অভিযোগ দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিবো।'
এদিকে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সদস্যরা হামলার বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছে।