প্রকাশ: ১৯ জুন, ২০২২ ২০:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোষ্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে প্রতারনা পূর্ব্বক অর্থ আত্বসাথ করার পর দুই প্রতারককে আটক করেছে বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা।১৮ জুন দুপুর ১ টার সময় বেনাপোল চেকপোষ্টের সিমলা এন্টার প্রাইজে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাবনার আরিফুল ইসলাম পাসপোর্ট নং EHO 0123334 নামের যাত্রী ভারত যাবার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে আসলে প্রতারক সিমলা এন্টার প্রাইজের কর্মচারী এবাদত (২২)পিতা হারুন গ্রাম সাদিপুর ও মারুফ (২৫) পিতা শাহজামাল গ্রাম বড় আচড়া ওই যাত্রীকে ঘরে এনে প্রতারনা করে ৯০ হাজার ৫ শ টাকা নিয়ে নেয়।পরে স্থল বন্দরের এন,এস, আই দের সহায়তায় ওই টাকা উদ্ধার করে যাত্রীকে ফেরত দেয়া হয়। ওই দুই প্রতারককে বেনাপোল পোর্টথানায় প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রাইশ ঘটনা ঘটলেও তেমন কোন জোরালো প্রশাসনিক টহলের ব্যবস্থা করা হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।এখানে গোয়েন্দা নজরদারী বাড়ানোর বিশেষ প্রয়োজন বলে মনে করেন চেকপোষ্টবাসী।