ঢাকা, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ জৈষ্ঠ্য ১৪৩১, ৯ শাবান ১৪৪৬

সাংবাদিক সিরাজুজ্জামানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ডিইউজের


প্রকাশ: ১৮ জুন, ২০২২ ১৯:৩৪ অপরাহ্ন


সাংবাদিক সিরাজুজ্জামানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ডিইউজের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ রোববার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেছেন, এ ধরণের অতর্কিত হামলায় গোটা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও আতঙ্কিত। শুধু সাংবাদিক হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও তার যে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, এ হামলার মধ্য দিয়ে তাও লঙ্ঘিত হয়েছে।

এ ঘটনায় জড়িত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন নিয়ে সিরাজুজ্জামানের ওপর হামলাকারীরা তাঁকে হুমকি ধামকি দিয়েছেন। এই হামলার সঙ্গে যে মহলই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে এই হামলার উদ্দেশ্য খুঁজে বের করা উচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, অতীতেও সাংবাদিকদের ওপর এ ধরণের হামলার ঘটনা ঘটেছে; যার সুনির্দিষ্ট প্রতিকার সাংবাদিক সমাজ আজও পায়নি। হামলা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। বরং হামলাকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করার কাজ সাংবাদিকরা করবে।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় সিরাজুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। তেজাগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাক স্টান্ডে অজ্ঞাত ৪/৫ জন মোটরসাইকেল থামায়। অতর্কিতভাবে হামলাকারীরা সিরাজুজ্জামানকে ট্রাকের পাশে নিয়ে গিয়ে গালে, বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোঠা দিয়ে মারতে থাকে এবং শাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। তার কাছে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্রটি নিয়ে নেয় হামলাকারীরা। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং সেখানে তার ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক সিরাজুজ্জামান।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: