ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাক্কুর অভিযোগ হাস্যকর বললেন রিফাত


প্রকাশ: ১৬ জুন, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন


সাক্কুর অভিযোগ হাস্যকর বললেন রিফাত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কারচুপির যেসব অভিযোগ করেছেন তা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।  

সাক্কুর অভিযোগ সম্পর্কে আরফানুল হক রিফাত বলেন, ‘এগুলো আসলে হাস্যকর ব্যাপার। প্রতিটি কেন্দ্রে আমার এজেন্ট ছিল, সাক্কুর এজেন্টও ছিল। ১০৫ কেন্দ্রের রেজাল্ট শিট তো তাদের হাতেও দেওয়া হয়েছে। সেসব মিলালেই তো হয়।’

কুসিক নির্বাচনে ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিফাতের কাছে ৩৪৩ ভোটের ব্যবধানে হেরেছেন সাক্কু। 

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, মোট ১০৫টি কেন্দ্রে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার রাতে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, '১০১ কেন্দ্রে এগিয়ে থাকার পর কোনো একটি ফোন কল পেয়ে ফলাফল বদলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।' 

রিফাত বলেন, 'সাক্কু সাহেবের যেসব ভালো কাজ অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো আমি এগিয়ে নেব। যখন প্রয়োজন হবে ওনার পরামর্শ নেব।'

নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বড় একটি অংশ শুরুতে রিফাতের বিরোধিতা করলেও তাদের প্রতি ক্ষোভ পুষে রাখতে চান না নবনির্বাচিত এই মেয়র।


এ বিষয়ে তিনি বলেন, 'আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দল করি, আমরা আওয়ামী লীগের জন্য রাজনীতি করি। আমরা সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্মে থেকে ভেদাভেদ ভুলে কাজ করে যাব। আমি ওইসব নিয়ে কোনো অভিযোগ করছি না। আমরা সবাই মিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ ও চিন্তা-চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।'

কুমিল্লা সিটি করপোরেশকে বদলে দিতে ‘মাস্টার প্ল্যান’ প্রণয়ণের কথাও জানান রিফাত। তবে তার বিস্তারিত এখনই প্রকাশ করতে নারাজ তিনি।

মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এ নিয়ে জানতে চাইলে আরফানুল হক রিফাত বলেন, 'আজকে থেকে না, আমি ৪০ বছর ধরে তার সঙ্গে রাজনীতি করছি। তার আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে আমি অনেক কিছু শিখেছি। যত দিন বেঁচে থাকব, ততদিন ওনার সাথে রাজনীতি করব। ওনার সাথেই আমি থাকব।' 

কুমিল্লা সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে দেশসেরা নগরবিদদের পরামর্শ নেবেন বলে জানান আরফানুল হক রিফাত। 

তিনি বলেন, 'কুমিল্লার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও যানজট। মেয়র হিসেবে আমার প্রথম কাজ হবে এই দুর্ভোগ দূর করা। আমি এক্ষেত্রে বাংলাদেশের সেরা নগরবিদদের পরামর্শ নেব। কিভাবে নগর সাজানো যায় সেই আলোচনা করব।'

কুমিল্লা সিটি করপোরেশনের নিজস্ব কোনো হাসপাতাল না থাকায় বেশকয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলে অভিযোগ এসেছে নির্বাচনের আগে। এ বিষয়ে তিনি বলেন, 'ওয়েট অ্যান্ড সি। বেশকিছু অনগ্রর ওয়ার্ড আছে। সেখানে আমরা যে স্বাস্থ্য সেবা কমপ্লেক্স করব, তবে সেটা সিটি করপোরেশনের টাকায় নয়। সেই স্বাস্থ্য কমপ্লেক্স করতে আমি বিত্তবানদের সহায়তা নেব। এছাড়া স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. সূচনা বাহার ও আমার মেয়ে সামিয়া রিফাত এক্ষেত্রে সহায়তা করবেন।' 

তিনি আরও বলেন, 'আমি কুমিল্লাবাসীকে অনুরোধ জানাব, আপনাদের পরিবারে যদি কেউ ডাক্তার থাকে তবে তারা যেন মাসে অন্তত একদিন এই হাসপাতালে চিকিৎসা দেন। অন্তত শুরুটা যেন আমরা করতে পারি।'


   আরও সংবাদ