ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে বিশ্ব পর্যটন দিব‌স উপলক্ষে র্যালী


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে বিশ্ব পর্যটন দিব‌স উপলক্ষে র্যালী

য‌শোর থেকে খান সাহেব : ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। শোভাযাত্রায় প্রশাসনের কর্মরতাসহ বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা জাকির হোসেন।

এসময় বক্তরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীকে জানতে হলে ভ্রমণের বিকল্প নেই। তোমরা পড়ালেখার পাশাপাশি যখন সময় পাবে জ্ঞান বৃদ্ধির জন্য ভ্রমণে বের হবে।


   আরও সংবাদ