প্রকাশ: ১৪ জুন, ২০২২ ০২:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান (২৪) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ৮নং রেলঘুন্টি এলাকার আজিমুল রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে আমতলী বাজারে মাজেদুর রহমানকে ৭/৮জন দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করেছে। এর মধ্যে একটি মোটরসাইকেল নিহতের ও বাকি ৪টি হামলাকারীদের বলে জানা গেছে।
একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।