প্রকাশ: ১১ জুন, ২০২২ ১৫:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু সালেহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার আহ্বায়ক পদ স্থগিত চায় স্থানীয় নেতাকর্মীরা।
এবিষয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি তরফদার নেওয়াজ বলেন, শুনেছি ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে। নারী কেলেঙ্কারির বিষয়টি জানা নেই। তবে বিষয়টি যদি নারীঘটিত হয় এবং সেটি প্রমানিত হলে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেওয়া হবে।
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী আজিম বলেন, নারী কেলেঙ্কারির বিষয়ে আমিও শুনেছি। তবে এবিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না। প্রমানিত হলে এব্যাপারে সংগঠন ব্যবস্থা নিতে পারে।
তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক আবু সালেহ’র নারী কেলেঙ্কারির বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, নারী কেলেঙ্কারির বিষয়টি আহ্বায়কের একান্তই ব্যাক্তিগত বিষয়। তবে নেতৃত্বে থেকে এমন অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়া ঠিক নয়। এখানে হামলা মূলত নারী কেলেঙ্কারির কারণেই হয়েছে বলে জেনেছি। এসব কার্যকলাপে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়।
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু সালেহর বিরুদ্ধে এর আগেও কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছিলো। ত্যাগী নেতাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে তিনি বিভিন্ন সময় নানা পরিকল্পনা সাজান।
সেসময় আরও অভিযোগ উঠে, উপজেলার ইউনিয়ন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নে বাধা হয়ে দাড়ান আহ্বায়ক মো. আবু সালেহ। ছাত্রদলের রাজনীতির আদর্শের বাহিরে অন্য রাজনীতি করা মানুষদের তিনি ইউনিয়ন কমিটিতে জায়গা করে দিয়েছেন।