প্রকাশ: ১১ জুন, ২০২২ ০১:২৬ পূর্বাহ্ন
দেশের প্রথম এবং একমাত্র আর্টস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত সিলেট আর্টস কলেজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ বিকালে সিলেট শহরের কুমারপাড়া এলাকায় কলেজের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কলেজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি চর্চায় সিলেটের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিবাণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সিলেট আর্টস কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ড. মোমেন বলেন, দেশের অন্যান্য স্থানে পৃথক আর্ট কলেজ রয়েছে, এমনকি সঙ্গীত, নৃত্যচর্চার পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সিলেট আর্টস কলেজে একইসাথে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পড়ানো হবে। সেদিক থেকে এটিই দেশের প্রথম আর্টস কলেজ।
পরে তিনি সেখানে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিলেটের সাবেক জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল এবং সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হেরল রশিদ।