প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর উওরাপশ্চিম থানাধীন কামারপাড়ায় মিনি বাসের চাপায় শফিকউদ্দিন (৪০)
নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় চালক সবুজ (৩২) আটক করেছে পুলিশ। এসময় মিনিবার টিও জব্দ করা হয় বলে জানা গেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইস্ট ওয়েস্ট হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে বিকাল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, দুপুরে বাসা থেকে গার্মেন্টসে যাওয়ার পথে কামারপাড়া মোড় পুলিশ বক্সের সামনে রাস্তা পারাপারের সময় আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা মিনি বাসের চাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক এসআই আবদুল্লাহ সাঈদ জানান, কামারপাড়া মোড় এলাকায় একটি মিনিবাসের ধাক্কায় রাস্তা পারাপারের সময় সে আহত হয় পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি, এ ঘটনায় বাস জব্দ চালক কে আটক করা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি লালমনিরহাট পাটগ্রাম থানার টেপুর গাড়ি গ্রামের মৃত চানরউদ্দিন মুন্সীর ছেলে।
বর্তমানে দক্ষিনখান ফায়দাবাদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।
এক ছেলে এক মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে। পেশায় তিনি হা-মীম গ্রুপের একটি গার্মেন্টসেওয়াশিং সেকশনে কাজ করতেন।