প্রকাশ: ১০ জুন, ২০২২ ০৪:০১ পূর্বাহ্ন
জাতীয় বাজেটের প্রতিক্রিয়ায় এলডিপির নেতারা বলেন, অনির্বাচিত জাতীয় সংসদে যে বাজেট ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করা হলো। এই বাজেট গতানুগতিক। এতে দরিদ্র জনগোষ্ঠী আরো দরিদ্র হবে এবং দুর্নীতিবাজদের দুর্নীতি করার আরো সুযোগ সৃষ্টি করবে। এই বাজেট দেশের কোনো কল্যাণ বয়ে আনবে না।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নাসরুল্লাহ হামিদ মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় নির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
বর্ধিত সভায় বক্তরা বলেন, দেশে গত প্রায় ১৬ বছর যাবত জনগণের প্রতিনিধিত্বকারী সরকার না থাকায় দেশের সামগ্রীক পরিস্থিতি অত্যন্ত নাজুক পর্যায়ে উপনীত হয়েছে। এভাবে একটি দেশ কোনো অবস্থায়ই চলতে পারে না। জাতির এই মহাসংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে- অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করা।
এলডিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল গণি বলেন, তারেক রহমানের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন আপনারা কাজ করে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। তিনি বলেন, জোটগতভাবে হলেও সামনের নির্বাচনে জাতীয়তাবাদী দল এলডিপির সঙ্গে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তারেক রহমান। পদ্মাসেতু দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন আব্দুল গনি। তিনি বলেন, সম্মান নিয়ে ক্ষমতা থেকে সরে যেতে পারবে না আওয়ামী লীগ। তাদের প্রবীন নেতাদেরই বলতে শুনেছি তারা এই সরকার চান না।
বাজেট সম্পর্কে এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম বলেন, এই বাজেট দেশের কোনো কল্যাণ বয়ে আনবে না। কর্ণেল অলীকে আত্ন অহংকারী ও উচ্চাকাঙ্খী উল্লেখ করে তিনি বলেন, অলি যখনই সুযোগ পেয়েছেন বিএনপির বুকে ছুড়ি মেরেছেন, পিঠে ছুরি মেরেছেন। ওনাকে বলতে চাই এখন আপনার বয়স হয়েছে আপনি অবসর নেন।
গত কয়েকদিন যাবত কর্নেল (অব:) অলি আহমদের নেতৃত্বাধীন দলের পক্ষ থেকে আমাদের পার্টির বিষয়ে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাকে অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত এবং চরম মিথ্যাচার বলে অভিহিত করা হয়। কোনো একটি বিশেষ মহলের ইঙ্গিতে কর্ণেল (অব:) অলি আহমদ গং জাতীয়তাবাদী আদর্শের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সকল মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে।
কিছুদিন যাবত দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনে বিএনপি ও জিয়া পরিবার যখন ঘুড়ে দাড়িয়েছে, তখন আবারো বিএনপির কাছে ঘনিষ্ঠ হওয়ার অপচেষ্টায় আমাদের দলের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা এই ধরনের ষড়যন্ত্র ও মিথ্যাচার থেকে সতর্ক থাকতে আহবান জানায়।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি– এলডিপির সভাপতি প্রবীন রাজনীতিবিদ ও সাবেক হুইপ আলহাজ্ব আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গণি, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সভাপতি ইব্রাহীম রওনক, ড. জাফর সিদ্দিক, মোড়ল আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, চাষী এনামুল হক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, একেএম মহিউদ্দিন, এস এম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।