প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকায় সন্দেহভাজন দুজনের সাথে থাকা একটি চামড়ার ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গতকাল বুধবার ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নুরন নবী ওরফে বিদ্যুৎ ও আজমাইন সেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এতথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, দুজন মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পল্লবী এলাকায় অবস্থান করছিলেন। পরে দুজনের দেহ তল্লাশি করে তাঁদের হাতে থাকা ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা বিষয়টি স্বীকার করে জানান দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান বীণা রানী দাস।