ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ মাঘ ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খিলক্ষেত সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের এক শিক্ষার্থী নিহত


প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ১৬:৩০ অপরাহ্ন


খিলক্ষেত সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের এক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত সড়ক দুর্ঘটনায় স্কুটি আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মায়শা মমতাজ মিম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শুক্রবার (০১ এপ্রিল) সকাল পৌনে ৮ টার দিকে খিলক্ষেত পুলিশ চেকপোস্টের ফুটওভার ব্রিজের নিচে এই দুঃঘটনা ঘটে।

খিলক্ষেত থানা উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা জানান, সকালের দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সাবরিনা বলেন, ধারণা করা হচ্ছে মিম স্কুটি চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন। ওই স্থানে পৌছালে কোনো ভারী যানবাহন মিমের স্কুটিটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানা উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, নিহত মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার পরিবারের সঙ্গে ইতমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটিটিকে কোনো গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া দুর্ঘটনার সঠিক কারণও  জানা যায়নি।

নিহত মিমের মরদেহ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


   আরও সংবাদ