প্রকাশ: ২৪ মার্চ, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এবারের জাতীয় বিজ্ঞান মেলায় সেরা প্রজেক্ট ও অলিম্পিয়াডের বিভিন্ন সেগমেন্ট ৩০৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের সাবেক ডিন এমিরেটস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ পুরস্কার তুলে দেন।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে পিলখানায় বীরশ্রেষ্ঠ মুন্সী রউফ পাবলিক কলেজে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা-২০২২ সমাপ্ত করা হয়। ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোগে ৩য় জাতীয় বিজ্ঞান মেলা ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর গভর্নিং বডির চেয়ারম্যান বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, বিজিবিএম।
মুন্সী আব্দুর রউফ কলেজ-এর অধ্যক্ষ হাফেজ জোনায়েদ আহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্পন্সর ও পার্টনার মিডিয়াসমূহের কর্মকতাবৃন্দ, প্রতিষ্ঠানের ভাইস-প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকামন্ডলী, বিজ্ঞান ক্লাবের সকল সদস্য এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাঠ ও বিভিন্ন কক্ষে আয়োজিত ২৫০টিরও বেশি বিজ্ঞান প্রজেক্ট, ৭৭টি ওয়াল ম্যাগাজিন, ৭৩টি রুবিকিউবস, ৩২টি স্ক্রাববুক, ৩৭টি কুইজটিম, ২৭টি প্রোগ্রামিং, ১৩৫টি গেইমিং টিম, ১৩টি সেগমেন্টে অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে দেশের খ্যাতনামা প্রায় ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫০০ বেশি শিক্ষার্থী এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গতকাল বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন।