ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক কর্মী আটক


প্রকাশ: ২৪ মার্চ, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন


স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একজন এয়ারপোর্ট সার্ভিস কর্মীকে সাড়ে ছয় কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টমস।

আটক বিমান কর্মীর নাম মো: তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিকালে কাতার থেকে আসা একটি এই বিমান কর্মী ঢাকায় আসে। পরে তার চলাফেরা সন্ধেহ হলে কাস্টমস গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দারা তার পিছু নেই। 

এক পর্যায় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ পাওয়া যায়। প্রায় ৪ কোটি টাকা মুল্যের সাড়ে ছয় কেজি স্বর্ণ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


   আরও সংবাদ