ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চাকু-ব্লেডের মুখে পথচারীদের জিম্মি করে ছিনতাই


প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ০৯:৩৭ পূর্বাহ্ন


চাকু-ব্লেডের মুখে পথচারীদের জিম্মি করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় চলাচল করা জনসাধারণকে জিম্মি করে চক্রটি। পরে ভয়ভীতিসহ জখম করে সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ পায় র‌্যাব।

গতকাল রাতে শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। পরে আজ সোমবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এতথ্য জানান।

গ্রেপ্তাররা ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- জাহিদ বুলেট (২২), সুজন (৩০), কাদের সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬)। তাদের কাছ থেকে ২টি চাকু, ২টি ব্লেড, ২টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৭৭০ টাকা উদ্ধার কার হয়।

এএসপি খায়রুল কবীর জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, রিক্সা আরোহী, বাস আরোহী ও সিএনজির যাত্রীদের এভাবে গতিরোধ করে ছিনতাই করে আসছে। 

গ্রেপ্তারদের নামে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


   আরও সংবাদ