প্রকাশ: ১৬ মার্চ, ২০২২ ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাত উপলক্ষ করে দেশে নাশকতা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কয়েকজন ব্যক্তি সাভার আশুলিয়ার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা মজুদ করে বলে জানান র্যাব।
গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সাভার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
আজ বুধবার দুপুরে র্যাব-৪ এর উপ-পরিচালক পুলিশ সুপার (এসপি) জয়িতা শিল্পী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তাররা হলেন- কবির হোসেন (৫২) ও তানভীর হোসেন (২০)। পরে গ্রেপ্তার কবিরের দোকান ও বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ৩২ আইটেমের বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া আতশবাজি বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এসপি জয়িতা শিল্পী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার এই দুই ব্যক্তি পলাতক আরও ১০ থেকে ১২ জনের পারস্পরিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত এসব বিস্ফোরক জাতীয় আতশবাজি ও পটকা পবিত্র শবে বরাত উপলক্ষ ও বিভিন্ন জাতীয় দিবসে দেশে নাশকতা সৃষ্টি করতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে সংগ্রহ করে।
পরে তারা এই সব অবৈধ আতশবাজি ও রাজধানীসহ সারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য মজুদ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাভার আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।