ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসছে মাদক


প্রকাশ: ১৫ মার্চ, ২০২২ ০৭:১৬ পূর্বাহ্ন


কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসছে মাদক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাইরে থেকে মাদক কারবারিদের একটি চক্র, মাদক বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে মাদক নিয়ে আসছে বলে অভিযোগ পায়। সংস্থাটির জানতে পারে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে একটি চক্র রাজধানীর বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।

র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ০১ টি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।

আজ সোমবার সকালে রাজধানীর শ্যামপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে এই মাদকের চালানসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে বিকেলে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি ট্রাকে করে কুমিল্লা থেকে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- শরিফ (৩২), সুমন মুন্সি (৩৪) ও আরামিন (২৪)। এসময় তাদের শরীর ও ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির পিছনের ডালায় তিনটি বস্তার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। 

বীণা রানী দাস বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা বিষয়টি স্বীকার করেছে। এছাড়া র্দীঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে, ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। 

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।


   আরও সংবাদ