প্রকাশ: ১ মার্চ, ২০২২ ০২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর প্রদত্ত সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান।
সভায় জানান হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত কার্যক্রমের সংখ্যা মোট ৩৫টি। এগুলোর মধ্যে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত ২৯টি সূচকের ষান্মাসিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, ৬টি সূচকের বার্ষিক লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জিত হয়েছে।
অবশিষ্ট লক্ষ্য মাত্রা সমূহ ১০০ শতাংশ অর্জনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন নির্দেশনার বরাত দিয়ে সভার সভাপতি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণে কোনো গাফিলতি করা যাবে না।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাথে অধিদপ্তরের যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে শত ভাগ বাস্তবায়নের বিষয়কে সর্বোচ্চ গুরুত্বসহকারে নেওয়ার জন্য তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গঠিত টিম-এর সদস্যগণ ও অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বেশির ভাগ লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান পরিচালক (প্রশাসন ও অর্থ)। তিনি বার্ষিক কর্মসম্পাদ চুক্তি বাস্তবায়নে পরবর্তী করণীয় সম্পর্কে সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সাথে সম্পর্কিত ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও তথ্য অধিকারে উল্লিখিত বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।