ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চক্রটির টার্গেট পথচারী, অস্ত্র চাকু-মলম


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ন


চক্রটির টার্গেট পথচারী, অস্ত্র চাকু-মলম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন, গুলিস্তানের গোলাপ শাহ মাজারের আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানে পথচারী, রিকশা আরোহী ও সিএনজির যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে বলে অভিযোগ পায় র‍্যাব। 

রাজধানীর পল্টন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। পরে শনিবার রাতে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এ তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন-আমিন হোসেন (২৮) আকাশ (২০), রাব্বি আপন (২০) ও আবু সাইদ (২৫)। তাদের দুইটি চাকু ও দুইটি বিষাক্ত মলমের কৌটা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে এই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযোগ আসছিল। তারা এই পথে চলাচলকারী পথচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করেছে। জিজ্ঞাসাবাদে তারা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। 

গ্রেপ্তার প্রত্যেক আসামির নামে আগেও একই অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা আছে। আর আজও পল্টন থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


   আরও সংবাদ