ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ পূর্বাহ্ন


রাজধানীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় কয়েকজন সন্ত্রাসী একত্রে ত্রাস সৃষ্টি করে অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ পায় র‌্যাব। পরে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৩ এর স্টাফ অফিসারয় সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর (২১) ও জালাল (১৮)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাকু, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামী সাব্বির সিটু সাব্বির সাগর সিটু সাব্বির গ্রুপের নেতা। তার বিরুদ্ধে ৪টি মামলা চলমান রয়েছে। ও জালাল ওরফে পিচ্চি জালাল সিটু সাব্বিরের ডান হাত নামে পরিচিত। এলাকায় তার নামে অসংখ্যা অভিযোগ আছে।

এএসপি খায়রুল কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হাতিঝিল থানায় একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


   আরও সংবাদ