ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ছিনতাইকারীদের ছোড়া গুলিতে এসপি মহিউদ্দিনসহ আহত ৩, নিহত এক


প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ছিনতাইকারীদের ছোড়া গুলিতে এসপি মহিউদ্দিনসহ আহত ৩, নিহত এক

স্টাফ রিপোর্টার : রাজধানীর হা‌তিরপু‌লের নাহার প্লাজার সা‌ম‌নে ছিনতাইকারী‌দের স‌ঙ্গে র‍্যাবের বন্দুক যুদ্ধের ঘটনা ঘ‌টে‌ছে। এতে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকীসহ ৩ র‍্যাব সদস্য আহত। এঘটনায় একজন ছিনতাইকারী নিহত। আরেক জন আহত হন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সা‌ড়ে ১২ টায় এ ঘটনা ঘ‌টে।

এসময় ছিনতাইকারী দলের সুশান মিত্র (৩৮) না‌মের একজন নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছেন হাসান (৪০) না‌মের আরেকজন ছিনতাইকারী। মোটরসাইকেল চালক এসময় পালিয়ে যায়।

এছাড়া ছিনতাইকারী‌দের ছোড়া গু‌লি‌তে র‍্যাব-২ এর এস‌পি ম‌হিউ‌দ্দিন ফারুকী, এসআই সু‌রেশ ও সৈ‌নিক জিদান আহত হ‌য়ে‌ছেন।

আহত র‍্যাব সদস্য ও ছিনতাইকারী‌কে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে বলে জানানো হয়।

এস‌পি ম‌হিউ‌দ্দিন ফারুকী ব‌লেন, তিনজন ছিনতাইকারী মোটরসাই‌কে‌লে ক‌রে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা থামার সিগন্যাল দেয়। ছিনতাইকারীরা না থে‌মে র‍্যাব সদস্য‌দের লক্ষ ক‌রে গু‌লি ছো‌ড়ে। প‌রে র‍্যাব সদস্যরাও পাল্টা গু‌লি ছুড়‌লে একজন ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়।

আর আ‌রেক ছিনতাইকারী আহত হয়। এছাড়া ছিনতাইকারী‌দের ছোড়া গু‌লি‌তে তি‌নিসহ র‍্যাবের তিন সদস্য আহত হয়ে‌ছেন। আহত ছিনতাইকারী‌কে আটক করা হ‌য়ে‌ছে। সে চিকিৎসাধীন আছে।


   আরও সংবাদ