ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নারায়নগঞ্জসহ ঢাকায় মাদক সরবরাহকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন


নারায়নগঞ্জসহ ঢাকায় মাদক সরবরাহকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করত বলে অভিযোগ পায় র‍্যাব। পরে আজকে তারা একটি কাভার্ডভ্যানে করে মাদক বহনের সময় হাতেনাতে র‍্যাবের কাছে ধরা খেয়েছে চক্রটি। 

আজ শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। পরে রাতে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এ তথ্য জানান। 

তিনি বলেন, র‍্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি কাভার্ডভ্যান করে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের দিকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের চালান বহন করে নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-বশির উদ্দীন (৪৭), আবুল হোসেন (২৮), নুরুল আমিন বাবু (২৫) ও জসিম উদ্দীন (৪৫)। পরে স্থানীয়দের সামনে তল্লাশি করে পেছনের ঢালায় বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ফেনসিডিল ও মাদক বহনের কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। এ ছাড়া তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ