প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাত্রীবেশে ইজিবাইকে উঠে একটি ডাকাত চক্র। পরে সুবিধা মত স্থানে পৌঁছালে ইজিবাইক চালককে থামিয়ে গতি রোধ করা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে বলা হয় মূল্যবান যা আছে দেওয়ার জন্য। সিআইডি বলছে, ওই চক্রটি ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পরে চালক বাঁধ সাধলে হত্যা করা হয় ভুক্তভোগী চালককে। এরপরে শুধু লাশ ছাড়া সব নিয়ে পালিয়ে যায় চক্রটি।
গত ৭ ফেব্রুয়ারি গাইবান্ধায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গতকাল রাতে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

গ্রেপ্তাররা হলেন-মিরু মিয়া (২৪), রাজু মিয়া (২৪), সাগর মণ্ডল (৪২) ও বেলাল চৌধুরী (৪০)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খণ্ডিত ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় ওই এলাকার খোলাবাড়ী এলাকা থেকে আব্দুল মজিদের ইজিবাইকে ওঠেন তারা। কথা ছিল সাদুল্লাপুর বাসস্ট্যান্ডে যাওয়ার। এরপর সাদুল্লাপুর বাসস্ট্যান্ডে যে ব্যক্তি পৌঁছালে আব্দুল মজিদ তাদেরকে নেমে যাওয়ার জন্য বলেন। তারা সময়ক্ষেপণ করতে থাকে। পরে আবদুল মজিদকে নিয়ে তারা রয়েল মিয়ার পরিত্যক্ত ইটভাটার ভেতরে ঢুকে পড়ে। মজিদের মাথাসহ বিভিন্ন শহর স্থানে আঘাত করে ইজিবাইকটি নিয়ে দ্রুত বগুড়ার দিকে চলে যায়।
তিনি বলেন, পরে তারা ইজিবাইকটি খুলে বগুড়া কামারগাড়ি পুকুরপার মার্কেটে গ্রেপ্তার সাগর মণ্ডলের মেসার্স রাফি ভাঙ্গারি নামের দোকানে ১০ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করে। এ ছাড়া বেলাল চৌধুরীর নাফিস ট্রেডার্স নামের মবিল ব্যাটারির দোকানে চীনের তৈরি পাওয়ার প্লাস ব্রান্ডের ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি বিক্রি করে ২০ হাজার ৭০০ টাকায়।
এসএসপি মুক্তা ধর বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা ও যশোরসহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন। পরে তাদের সুবিধামতো জায়গায় নিয়ে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, প্রথমে আসামি মিরু মিয়া গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খোলাবাড়ি এলাকা থেকে ইজিবাইকে ওঠে রাতে ভুক্তভোগীকে ইটভাটা ভেতরে নিয়ে হত্যা করে। পরের দিন ৭ ফেব্রুয়ারি সোমবার সকালে গাইবান্ধার সাদুল্যাপুর একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ওপরে আবদুল মজিদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরের দিন নিহত আবদুল মজিদের স্ত্রী সাহিরন বেগম সাদ্যুপুর থানায় অজ্ঞাত কয়েকজনের নামে একটি হত্যা মামলা করেন।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও তাদের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে আসছে। একাধিক ছিনতাই চক্রের সদস্যদের শনাক্ত করেছে সিআইডি। তাদের অবস্থান নির্ণয়ে গ্রেপ্তারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অভিযানও চালায় সংস্থাটি।