প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রাইভেটকারের পেছনের ঢালার ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় মাদক পাচার করার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে বিকেলে র্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।
তিনি জানান, সানজিদ মিঞা (২০) নামের এই মাদক কারবারির কাছ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামি সানজিদ বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা ও ফেনসিডিল ক্রয় করে প্রাইভেটকারে করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।