ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ চৈত্র ১৪৩২, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

অস্ত্রের মুখে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী নিরবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৮ পূর্বাহ্ন


অস্ত্রের মুখে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী নিরবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীসহ শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত জায়গায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এ ছাড়া একই সঙ্গে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে অভিযোগ পায় র‌্যাব।

আজ মঙ্গলবার রাজধানী যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

পরে রাতে র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এতথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার নিরব নিবির ফরমান উল্লাহ খানের (৪২) কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড এ্যামুনিশান উদ্ধার করা হয়েছে।

এএসপি সোয়েব জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা নিরব নিবির একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামি নিরবের নামে যাত্রাবাড়ী থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে। এ ছাড়া তার নামে রাজধানীর বিভিন্ন থানায় আরো তিনটি মামলা আছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 


   আরও সংবাদ