ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিলাসবহুল গাড়িতে ঢাকায় আসছে মাদক


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:৪৪ পূর্বাহ্ন


বিলাসবহুল গাড়িতে ঢাকায় আসছে মাদক

নিজস্ব প্রতিবেদক: বিলাসবহুল গাড়িতে করে কুমিল্লা থেকে রাজধানীতে মাদক আসার তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। 

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে বিকেলে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন-মোমিন মিয়া মজুমদার (৪৮), শরিফ মিয়া (২০), জাহিদুল (১৮), পবন (৩৫) ও শ্রী মিঠুন সুত্রধর (৩১)। তাদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ, একটি পাজেরো কার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। 

তিনি বলেন, প্রাইভেটকারের ব্যাক ঢালার ভেতরে অভিনব কায়দায় লুকায়ে ও পাজেরো গাড়ির পেছনের সিটের ভেতরে করে তারা নিয়মিত মাদক পাচার করেন বলে জানিয়েছে। 

এ ছাড়া জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারিরা বিষয়টি স্বীকার করেন। পরে বলেন, তারা একে অপরে সহযোগিতায় দীর্ঘদিন ধরে রাজধানীর বাহির থেকে বাস ও প্রাইভেটকারে করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাবের এই কর্মকর্তা। 
 


   আরও সংবাদ