প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থেকে মগবাজারে দুটি প্রাইভেটকারের পেছনের ব্যাক ডালার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে বিয়ার পাচার করার অভিযোগ পায় র্যাব। পরে গ্রেপ্তারদের দেহ ও গাড়ি তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে রাত ৮টায় র্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এতথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন-সাইফুল ইসলাম (৩৩), রাসেল (২৭) ও ইমরান (২০)। তাদের কাছ থেকে ৭৬৮ ক্যান বিয়ার ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার আসামিরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।