ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বার প্রতি বিমানকর্মী পেত সাড়ে ছয় হাজার টাকা


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন


বার প্রতি বিমানকর্মী পেত সাড়ে ছয় হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদে স্বর্ণগুলো পৌঁছাতে পারলে প্রতিটি বারের জন্য সাড়ে ছয় হাজার টাকা করে পেতেন বিমানকর্মী ইব্রাহীম বলে স্বীকার করেছে। এ ছাড়া স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ডিউটি না থাকার পরও আজ বৃহস্পতিবার বিমানবন্দরে যান তিনি। বোর্ডিং ব্রিজ এলাকায় যাত্রী কামাল তাকে স্বর্ণগুলো দেয় বলে জানান এপিবিএন’র এই কর্মকর্তা। 

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-৪০৪০ ফ্লাইটের দেশে আসা এক যাত্রী কামাল উদ্দীন (৩৮) ও বিমান সিকিউরিটি গার্ড ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে এপিবিএন। 

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। পরে সন্ধ্যায় আর্মড পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ এ তথ্য জানান। 

জিয়াউল হক পলাশ বলেন, আজ বিকেল ৪টায় বিমানবন্দরের এপ্রন সাইড থেকে বিমান নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিলকে প্রথমে সন্দেহ হলে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবার উদ্ধার করা হয় ৷ পরে তার দেওয়া তথ্য মতে সৌদী প্রবাসী যাত্রী কামাল উদ্দীনের পরিচয় নিশ্চিত হয়ে তাকেও আটক করা হয়েছে। 

তিনি বলেন, হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরে ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ইব্রাহিম। পরে নিরাপত্তাকর্মী জানান, এই স্বর্ণের বার নিরাপদে পৌছাতে পারলে প্রতিটি বারের জন্য তিনি ৬ হাজার ৫০০ টাকা করে মোট এক লাখ ৯৫ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করে। 

তিনি বলেন, স্বর্ণ সংগ্রহের পরে বাংলাদেশ বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিলকে ইতস্তত বোধ করছিল। এতেই সন্দেহ হয় এয়ারপোর্ট আর্মড পুলিশ। তার পরিকল্পনা ছিলো এই চালানটি নিয়ে সে বিমানবন্দরের এপ্রন সাইড দিয়ে বের হয়ে যাবে। 

গ্রেপ্তার দুইজনের মধ্যে নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিল নোয়াখালী ও যাত্রী কামাল উদ্দীনের বাড়ি ফেনীতে। তাদের দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 
 


   আরও সংবাদ