ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রিমিয়ার সিমেন্টের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১ 


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২২ ০৬:৫৫ পূর্বাহ্ন


প্রিমিয়ার সিমেন্টের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডে সার্কিট হাউস জামে মাসজিদের সামনে প্রিমিয়ার সিমেন্টের কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় নূর আলম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় তুহিন হোসেন (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন। আহত তুহিন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ। পুলিশ জানায়, বেইলি রোড সার্কিট হাউস মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় নুর আলমকে মৃত ঘোষণা করেন। 

আমার ভাইয়ের নেহা তামান্না (৫) নামের একটা মেয়ে আছে, বাড়ি গিয়ে মেয়েটারে কি বলব সেটা ভেবে পাচ্ছি না বলেই কান্নাই ভেঙে পাড়েন নিহতের ভাই নূর মোহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, তেজগাঁও রেলস্টেশন পাশে ডিমের আড়তে দৈনিক মজুরিতে কাজ করতেন। সে ভ্যান গাড়িতে করে ডিম এক দোকান থেকে অন্য দোকানে সরবরাহ করতেন। নিহত নুর আলমের তিন ভাই এক বোনের মধ্যে ছোট। গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। বাবার নাম মেহেরাব হোসেন। 

ভ্যান গাড়ির গ্যারেজ মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে তারা তেজগাঁও আড়ত থেকে দুটি ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিল কেরানীগঞ্জের খোলামোড়ায়। পথিমধ্যে বেইলি রোডে ফাঁকা রাস্তায় পেছন দিক থেকে একটি ট্রাক তাদের দুটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। 

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনায় সড়ক আইনে একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। 
 


   আরও সংবাদ