ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রেস লেখা গাড়ি দিয়ে মাদক ব্যবসা আড়াল করত সাদ্দাম


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২২ ০২:২৯ পূর্বাহ্ন


প্রেস লেখা গাড়ি দিয়ে মাদক ব্যবসা আড়াল করত সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: প্রেস লেখা মোটরসাইকেল ব্যবহার করে সাদ্দাম খুব সহজেই আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ পায় র‌্যাব।

গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ সাদ্দাম সিকদার (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

আজ সোমবার বেলা ২টায় র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এতথ্য জানান।

এএসপি ফারজানা হক বলেন, তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ওই মাদক কারবারির কাছে কোনো মিডিয়ার আইডি কার্ড পাওয়া যায় নি।

এছাড়া ওই ব্যক্তি সাধারণ জনগণকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতে প্রেস লেখা মোটরসাইকেলটি ব্যবহার করত বলে জানা র‌্যাব এই কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি নারায়নগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ