ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২ 


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২২ ০৮:০৮ পূর্বাহ্ন


রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকায় এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার করা মাদকের মূল্য পাঁচ লাখ ১০ হাজার টাকা। 

আজ রোববার সন্ধ্যায় র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব এতথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন নাজমুল হোসেন (২২) ও নাইম মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও মাদক বিক্রির নগদ-এক হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার ব্যক্তিরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। এ ছাড়া তারা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। 


   আরও সংবাদ