ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ চৈত্র ১৪৩২, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে আল্লাহর দলের এক সদস্য গ্রেপ্তার


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন


রাজধানীতে আল্লাহর দলের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। জানা গেছে ইমপেক্স ল্যাবরেটরি নামের একটি কোম্পানিতে কর্মরত আছেন। একটি মোবাইল ফোন ছাড়া তার কাছে থেকে আর কিছুই পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় সাভারের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকা থেকে আতিকুর রহমান সুইটকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। পরে আজ বুধবার বিকেলে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এতথ্য জানান।

এসপি মোহাম্মদ আসলাম খান জানান, সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে 'আল্লাহর দল' এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলেন তিনি। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দল-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছ এটিইউ। এরা হলেন, সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন, সোহেল রানা, রবি আহমেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মনিরুজ্জামান মিলন। 

আসলাম খান বলেন, ওই সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকেই আতিকুর রহমান সুইটের বিষয়ে তথ্য পাওয়া যায়। তাকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


   আরও সংবাদ